
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ‘সিম্বল অব রাজস্থলী’ খ্যাত একমাত্র ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি ব্যবহার করে প্রতিদিন শত শত পথচারী, বৃদ্ধ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের চলাচল করতে হয়। সেতুটির পাটাতনে ব্যবহৃত কাঠগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং বৃষ্টিতে ভিজে নরম ও ভেঙে খণ্ড খণ্ড অংশ নদীতে পড়ে যাওয়ায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। স্থানীয় কাপ্তাই নদী থেকে প্রায় ৫০-৬০ ফুট উচ্চতায় নির্মিত এই সেতুটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুটির পাটাতন কাঠ দিয়ে নির্মাণ করায় প্রায় প্রতিবছরই বৃষ্টিতে ভিজে নরম হয়ে যায় এবং চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এলাকার জনসাধারণের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই সেতু ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। সেতুটির এমন বেহাল দশা তাদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক তৈরি করেছে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান জানান, উপজেলার একমাত্র ঝুলন্ত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা তাদের নজরে এসেছে। আমরা বিভিন্নভাবে সেতুটি সংস্কার করার চেষ্টা করছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আমরা সেতুটি সংস্কার করার বিষয়ে আবেদন জানিয়েছি এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি আমরা দ্রুত ঝুলন্ত সেতুটি সংস্কার করতে পারবো। তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ভোগান্তি কমাতে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে স্থানীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
রাজস্থলী উপজেলাবাসীর দাবি দ্রুত এই ঝুলন্ত সেতুটির সংস্কার করে জনসাধারণের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।