
॥মোঃ নুরুল আমিন, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি॥
পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে এবার জাম্বুরার বাম্পার ফলন হয়েছে। রাঙ্গামাটি শহরের বাজারগুলো জাম্বুরার সয়লাব। বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে পানি পথে আসা জাম্বুরা গুলো ছোট-বড় আকারে,তেমনি রসালো ও বেশ সুস্বাদু । তাই এর কদর সারাদেশ জুড়ে। বর্তমানে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে এই মৌসুমি ফল। তবে চাষিরা বলেছেন, সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় জাম্বুরার আকার বেশিভাগই ছোট। এতে ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ফলে চাষিদের কপালে পড়েছে দুঃচিন্তার চাপ। জাম্বুরার আকার ছোট হওয়া দাম খুবই কম। ফলে স্বপ্ন ভঙ্গ হচ্ছে চাষিদের।
সরেজমিনে দেখা গেছে, ভোর হতে পানি পথে রাঙ্গামাটির শহরের ট্রাক টার্মিনালও বনরূপা বাজারের সমতাঘাটে ইঞ্জিনচালিত বোটে করে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জাম্বুরা নিয়ে আসেন চাষিরা। বিশেষ করে বরকল,লংগদু, নানিয়ারচর ও জুরাছড়ি উপজেলা থেকে বোটে করে এসব জাম্বুরা আনা হয়। সারি সারি বোট থেকে পাইকারী দরে জাম্বুরা ক্রয় করছেন দেশের বিভিন্ন জেলার পাইকারী ব্যবসায়ীরা। চাষিদের কাছ ৭-৯ টাকা দামে ক্রয় করে পাইকারী ব্যবসায়ীরা ট্রাকভর্তি করছেন। ট্রাকগুলো নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম,কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়।
পাইকারী ব্যবসায়ী মোঃ শহিদ জানান,“ জাম্বুরা মৌসুম শুরু থেকেই এই বছর আমরা দাম পাচ্ছি কম। আমাদের জাম্বুরা গুলো ঢাকা-চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী দরে সরবরাহ করি। কিন্তু এ বছর বাজারে দেশীয় ফলফলাদি বেশি থাকার কারণে গত বছরের তুলনায় জাম্বুরার দাম অনেক কম। গত বছর দাম পাওয়া গিয়েছিল প্রতি পিস ১৫-১৬ টাকা করে আর এবছর ১০-১১ টাকা করে। ফলে আমরা অনেক টাকা লোকসানে আছি।”
লংগদু উপজেলার কাট্টলীবিল এলাকার চাষি জীবন রতন চাকমা জানান, “এবার জাম্বুরার বাম্পার ফলন হয়েছে। তবে সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় জাম্বুরার আকার বেশির ভাগই ছোট। যার ফলে জাম্বুরা প্রতি পিস বিক্রি করতে হচ্ছে ৭-৯ টাকা দরে। তিনি আরো জানান, গত বছরের তুলনায় বছর জাম্বুরার দাম অনেক কম। ফলে এ বছর প্রচুর লোকসান হবে ”
বরকল উপজেলার চাষি মিন্টু চাকমা জানান, গত বছরের তুলনায় এবছর জাম্বুরার ফলন ভালো হয়েছে। তবে আকারে ছোট হওয়ায় দাম কম পাচ্ছেন। এতে হতাশায় ভুগছেন তিনি।
রাঙ্গামাটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবছর রাঙ্গামাটি জেলায় ১ এক হাজার ১৭৫ হেক্টর জমিতে জাম্বুরা চাষ হয়েছে। এবারের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫০০ মেট্রিক টন।
রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গত বছরের তুলনায় এবছর রাঙ্গামাটি জেলায় জাম্বুরার ফলন ভালো। তবে জাম্বুরা ছোট হওয়ার কারণ হলো,গাছ বয়স্ক হয়ে গেলে বেশি করে সার প্রয়োগ করতে হয়। চাষিরা সার প্রয়োগ সঠিক ভাবে না করায় জাম্বুরা আকার ছোট হচ্ছে। ফলে চাষিরা দাম কম পাচ্ছে।