
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে জোনের আওতাধীন নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সহায়তা বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে ছিল, নারায়নপাড়া তালকাতাল পাঠাগার ও নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও স্কুলব্যাগ বিতরণ, আরবাড়ীপাড়া সর্বজনীন লক্ষ্মী মন্দিরের জন্য মাইক সেট প্রদান এবং দুইটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন সহায়তা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আদহাম বলেন, মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।