
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলায় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে এককালীন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্ত ৩৮জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২লক্ষ টাকা আর্থিক সহায়তা বিতরন করা হয়। এই ক্ষতিপূরণ প্রদান করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বিতরণ করা হয়
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, “অপ্রীতিকর কোনো ঘটনা পাহাড়ে শান্তি আনে না; বরং বিভাজন বাড়ায়, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই।” তাই যে কোনো ধরনের সহিংসতা পরিহার করে পারস্পরিক বিশ্বাস, মানবিকতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন।
আলোচনা সভায় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক নিটোল মণি চাকমা, পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা ও শহিদুল ইসলাম সুমন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘব করবে এবং তাঁদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।