রাজস্থলীতে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে দশটায় উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইমরান খান এর সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নওশাদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ রাজস্থলী থানা প্রতিনিধি এসআই জয়নাল আবেদীন, চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, আনসার ভিডিপি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাজস্থলী উপজেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রম, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পরিস্থিতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে একযোগে কাজ করতে আহবান জানান তিনি। এছাড়াও উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ সরকারি সকল দপ্তরের সেবা সহজলভ্য করার জন্য গুরুত্বারোপ করেন।