সকল ধর্মের জাতিগোষ্ঠীর মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী… লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম,আপনাদের পরিচিত যে সকল বম পরিবার নিজ এলাকায় ফেরত আসতে চায়,স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব সেনাবাহিনীর।যে সকল বম পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারা নিকঠস্ত সেনা ক্যাম্পে যোগাযোগ করে অথবা কারো মাধ্যমে সরাসরি আমার সাথেও যোগাযোগ করবেন,মনে কোন দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না।

বুধবার (২৬শে নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে,জোনের বলিবল গ্রাউন্ডের মাঠে,বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬টি পরিবারের সদস্যদের মাঝে রসদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে,এসব কথা বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এসময় জোন কমান্ডার আরো বলেন বান্দরবান পার্বত্য জেলায় আমি টানা চতুর্থ বারের মতো চাকরি করতেছি,এই অঞ্চলের মানুষের সাথে আমার আত্বিক সম্পর্ক।আমি চাইনা আপনাদের কোন পরিবার খারাপ অবস্থানে থাকুক,আপনাদের যেকোন সমস্যায় বান্দরবান সেনা জোন আপনাদের পাশে থাকবে। তিনি বলেন- বান্দরবান সেনা জোন জেলার পিছিয়ে পড়া সকল জনসাধারণের জীবনমানের উন্নয়নে কাজ করছে,নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জেলায় সকল ধর্মের জাতিগোষ্ঠীর মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান জোন কাজ করবে। আগামীতেও সেনা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।