ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবকদের অংশগ্রহণে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিভাবক আব্দুল্লাহ আল মামুনকে কমিটির সভাপতি এবং শফিকুল ইসলামকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। বাকিরা সদস্য পদে নির্বাচিত হন।
সভাপতির বক্তব্যে এমদাদুল হক মিলন বলেন, “প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যাতে অল্প বয়সে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সেজন্য অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। বাল্যবিবাহের কারণে কোনো ছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি শিক্ষার সার্বিক মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।