কোরআনের পাখিদের সাথে নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে হাফছড়ি ইউনিয়ন বিএনপি

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় জালিয়াপাড়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন হাফছড়ি ইউনিয়ন বিএনপি।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া পরিচালনার সময় আবেগাপ্লুত হয়ে নেতারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার কারিগর বেগম খালেদা জিয়া আজ আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা তার সুস্থতা কামনায় আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে এই এতিমখানার এতিম বাচ্চাদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করছি। মহান আল্লাহতালা আমাদের মহান নেত্রীকে সুস্থতা দান করুন এবং তার দীর্ঘায়ু কামনা করি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- গুইমারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব আলী, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন সুমন, যুগ্ম সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা।