
দীপক সেন, স্টাফ রিপোর্টার,মহালছড়ি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার দূর্গম এলাকা থেকে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা দিতে অভিভাবকদের অনীহা দূর করতে বিশেষ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান টিম বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে গেলে কিছু অভিভাবক টিকা নিতে অপারগতা প্রকাশ করেন। তারা মনে করেন টিকা দিলে শিশুদের শারীরিক ক্ষতি হতে পারে। মূলত পাহাড়ি অঞ্চলের অনেক অভিভাবক এখনও শিক্ষার পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়েছেন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি টিকার প্রয়োজনীয়তা, সুরক্ষা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি অভিভাবকদের ভয়-দ্বিধা দূর করতে ঘোষণা করেন যেসব শিক্ষার্থী টাইফয়েড টিকা গ্রহণ করবে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে স্কুলড্রেস ও ব্যাগ।”
ইউএনও’র আশ্বাস ও সচেতনমূলক বক্তব্যে অভিভাবকরা আশ্বস্ত হন এবং অধিকাংশই সন্তানদের টিকা নিতে সম্মতি দেন।
পরবর্তীতে বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন স্কুলড্রেস ও ব্যাগ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায় এবং অভিভাবকদের মধ্যেও সচেতনতার ইতিবাচক সাড়া তৈরি হয়।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন এ ধরনের কার্যকর সচেতনতা ও উৎসাহমূলক পদক্ষেপ টিকাদানে অনীহা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা বড়ুয়া জানান, দুর্গম এলাকা থেকে শিক্ষার্থীরা স্কুলে পড়তে আসে, হঠাৎ টাইফয়েড টিকার কথা শুনে তাদের অভিভাবকরা ভয় পেয়ে যায়। ঠিক আছে কুসংস্কারচ্ছন্ন হয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে টিকা প্রদানে অপারগতা দেখান। পরবর্তীতে ইউএনও মহোদয় এসে সবাইকে নিয়ে অভিভাবক সম্মেলন করে বিস্তারিত বুঝিয়ে বলেন এবং যারা রাজি হন তাদের প্রত্যেকের সন্তানকে স্কুল ব্যাগ ও ড্রেস প্রদানের আশ্বাস দেন। সেখান থেকে যারা রাজি হয়েছেন আজ তাদের উপহার প্রদান করেন।