

মাহফুজ আলম, কাপ্তাই।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন দীপংকর তালুকদার।
গতকাল সোমবার বিকেল থেকে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিকিংউ রোয়াজা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। পঞ্চম বারের বিজয় হওয়ায় জেলা ও উপজেলার নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নব-নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটি আসনের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, সংগঠনকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে পারায় ভোটে আমরা বিজয়ী হতে পেরেছি।
নেতাকর্মীদের এই পরিশ্রমের ফসল হচ্ছে এই বিশাল জয়।
রাঙামাটি আসনে নৌকা সব থেকে বেশি ভোট পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে। আর রাঙামাটি আসনের সেই হার হচ্ছে ৫৯.৬৩%।
তিনি বলেন, রাঙামাটির ১০ উপজেলার জনগণকে বলেছিলাম আমরা ৩৩ পেয়ে পাশ করতে চাই না। গোল্ডেন জিপিএ পেতে চাই। তাই আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে নৌকা প্রতীকে মূল্যবান ভোট প্রদান করায়, আমরা গোল্ডেন জিপিএ- পেয়েছি।