

প্রতিনিধি, বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কতৃক এক শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ রোববার (২২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪বিজিবি)’র ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাগালাছাড়া, মুসলিমপাড়া, ১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া এবং বামে-বাইবাছড়া এলাকার একশ পরিবারের মাঝে এ কম্বল বিনামূল্যে বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি।
বিতরণকালে ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মো নাজমুল হাসান, এএমসি, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ বলে জানিয়েছেন বিজিবি।