রামুতে ওলামা-মাশায়েখ সম্মেলনে ভারপ্রাপ্ত ইউএনও নিরুপম মজুমদার

সোয়েব সাঈদ, রামু: ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইমামদের করণীয় শীর্ষক ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৭ ফেব্রুয়ারি বেলা দুইটায় রামু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন- ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং আলোকিত সমাজ গঠনে ইমামদের ভূমিকা অগ্রগন্য। ইমামগণ সমাজের সবচেয়ে শ্রদ্ধেয়জন। মানুষ তাদের যেমন শ্রদ্ধা করে, তেমনি তাদের কথা ও কাজ অনুসরণ করেন। আদেশ-উপদেশ মেনে চলেন। রামু উপজেলায় সকল প্রকার জঙ্গিবাদ, ধর্মীয় উস্কানী, অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সম্মানিত ইমামগণকে আরও বেশী আন্তরিক ভূমিকা রাখতে হবে। স্বল্প বেতনের কারণে ইমামগণ নিজেরাও অনেক সমস্যা-সংকটে সময় পার করেন। এ সমস্যা নিরসনে ইমামগণকে সামাজিক বনায়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি সমবায় সমিতি গঠনের মাধ্যমেও ইমামগণ নিজেদের মধ্যে স্বচ্ছলতা বৃদ্ধি করতে পারেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন- কক্সবাজারবাসী স্বপ্নের রেল লাইনের সুযোগ ভোগ করছে। রেল লাইনে দূর্ঘটনা প্রতিরোধ ও রেল লাইনের পাথর চুরি বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমামগণকে ভূমিকা রাখতে হবে। এছাড়া নারী নির্যাতন, ধর্ষনের মতো ঘটনার যাবতীয় পরীক্ষা ও স্বাস্থ্য সেবা বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ বিষয়টি সকল ইমামগণ মসজিদের খুৎবা কিংবা অন্যান্য জনগুরুত্বপূর্ণ মজলিসে উপস্থাপন করলে ভূক্তভোগীরা উপকৃত হবে।

সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন- রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ নকশবন্দী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা কার্যালয়ের সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ ও মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক।