

।। দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “উন্নয়নকে ত্বরান্বিত করতে নারীর কল্যাণে বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি-সচেতন নাগরিক কমিটি (সনাক) ও খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়’র যৌথ আয়োজনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মার্চ) দুপুরে খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি, খাগড়াছড়ির সভাপতি শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম।

এ উপলক্ষে আলোচনা সভায় সনাকের সদস্য সুপ্তা চাকমার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগি অধ্যাপক (অবঃ) ও সনাক সদস্য শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপোলিয়ন চাকমা, খাগড়াছড়ির পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দেওয়ান, স্কুলের শিক্ষক সুচরিতা চাকমা, রাইহান কবির প্রমুখ। এতে স্বাগত বক্তব্য ও দিবসের প্রতিপাদ্য উপস্থাপন করেন ইয়েস সহ দলনেতা ললিতা বৈষ্ণব ( ত্রিপুরা)।

বক্তারা বলেন, নারীর জন্য যত বেশি বিনিয়োগ করবে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারী ও পুরুষ সমানভাবে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারব বলে মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভা শেষে ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরার উপস্থাপনায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন টিআইবি-খাগড়াছড়ির কোঅর্ডিনেরটর মোঃ আব্দুর রহমান সহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ।