বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পুস্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি জোন।

১৭ই মার্চ, ২০২৪খ্রি. সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন শেষে খাগড়াছড়ি মাহিন্দ্র মালিক সমবায় সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি জোন এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: হাসান ইকবাল চৌধুরী। আলোচনা সভায় মো: হাসান ইকবাল চৌধুরী এ দেশ অর্জনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি মাহিন্দ্র মালিক সমবায় সমিতির সভাপতি সুমিত রন্জন চাকমা, সাধারন সম্পাদক মামুন ভুঁইয়া, সমিতির সদস্য ও ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ।

আলোচনা সভার প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি জোন এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: হাসান ইকবাল চৌধুরী খাগড়াছড়িতে আগত পর্যটকদের সাথে মাহিন্দ্র চালকদের ব্যবহার, আচরণ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশ্বাস করেন, এ অঞ্চলের মানুষের আচরণে মুগ্ধ হয়ে দিন দিন খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা বাড়তে থাকবে।