

।। প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের থানাচন্দ্র পাড়ায় পার্বত্য কৃষির অগ্রযাত্রার উদ্যোগে ‘WATER FOR PEACE’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২২মার্চ) বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর কমলছড়ি ইউপির থানা চন্দ্র পাড়ার কার্বারী উৎপল জয় ত্রিপুরা। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা।
প্রধান আলোচক বলেন, বিশ্ব পানি দিবস পাহাড়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পাহাড়ের মানুষের পানির সংকট আলোচনার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন জায়গায় পানির সংকট সম্পর্কে জানার জন্য বড় একটা সুযোগ তৈরী হয়। পাহাড়ের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের পানির সমস্যা একটি দীর্ঘদিনের সমস্যা। পাহাড়ের পানির সংকট নিরসনে সবার আগে প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণের জন্য গুরুত্ব বাড়াতে হবে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়া এটি একটা বড় বাস্তবতা। অনেক জায়গায় সরকারী ও বেসরকারিভাবে নলকূপের জন্য বরাদ্দ হলে ও পানির স্তর না পাওয়া,পাথরজনিত মাটি বিভিন্ন কারনে নলকুপ বোরিং এর কাজ সফল হয় না। পাহাড়ের পানির সংকট নিরসনে টেকসই পানি ব্যবস্হাপনার জন্য পরিকল্পনা গ্রহণের প্রতি গুরুত্ব বাড়ানোর জন্য আহ্বান করা হয়।
সভায় গ্রামের কৃষি উদ্যোক্তা, নারী, পুরুষ অংশ নেন।