রামুতে ‘প্রচেষ্টা কক্সবাজার’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

সোয়েব সাঈদ, রামু, প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ‘প্রচেষ্টা কক্সবাজার’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় পরিবারে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার, ৬ এপ্রিল বিকালে রামু উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, স্বচ্ছল ব্যক্তিরা আন্তরিক হলে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে। দেশের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে অসহায়, অসুস্থ, হতদরিদ্র মানুষের সহয়তায় এগিয়ে আসতে হবে। প্রচেষ্টা কক্সবাজার এ ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরণের মহৎ উদ্যোগের জন্য প্রচেষ্টা কক্সবাজার এর সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হক বলেছেন, বর্তমান সময়ে ছাত্র-যুবসমাজ ক্রমেই অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে সক্রিয় হচ্ছে। যা আগামী প্রজন্মের জন্য বড় ধরনের অশনি সংকেত। এ বিপর্যয় কাটিয়ে যুব সমাজকে জনকল্যাণমূলক, সেবামূলক, সৃষ্টিশীল কর্মকান্ডে বেশী করে সম্পৃক্ত করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রচেষ্টা কক্সবাজার এর ভাইস-চেয়ারম্যান শাহীদুল ইসলাম শাহীদ, সেক্রেটারী জেনারেল আবুল মাবরুর মোঃ হামেদ হাসান, ম্যানেজিং ডিরেক্টর আবু আমির, প্রোগ্রাম ম্যানেজার সাহেদুল ইসলাম রায়হান, ফাইনান্স ম্যানেজার ওয়াহিদুল ইসলাম সুমন, কমিউনিকেশন ম্যানেজার নেজাম উদ্দীন বাহারসহ প্রচেষ্টা কক্সবাজার এর অন্যান্য নেতৃবৃন্দ।