খাগড়াছড়ি প্রতিনিধি: মাহা সাংগাই পোওয়েঃ-২০২৪ ইং ম্রাইংমা সাক্র-১৩৮৬ মগাব্দ ও পাহাড়ের বর্ষবরণ সামাজিক অনুষ্ঠান বৈসু-সাংগ্রাই-বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা সাথে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ খেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সাধরন সম্পাদক মো.মনির আহম্মদ।
আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় খাগড়াছড়ি আড়াই মাইল ধর্মঘর কৃষি গবেষণা এলাকায় রোয়াভং ক্লাব এর আয়োজনে এ সময় সভাপতিত্ব করেন-মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বাস্তবায়ন কমিটির ধৈহ্লাপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি ৪নং পেরাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ম্রাসাথোয়াই মারমা, স্থানীয় কার্বারী রেম্রাচাই কার্বারী।
রোয়াভং ক্লাব এর সিনিয়র সহ সভাপতি ও খেলা পরিচালনার আহবায়ক লিংকং মারমার উদ্যোগে আজ মেইড ইন জাপান কৃষি গবেষণা ও ওয়োংচিং থৈইংগ্য পাড়ার মাঝে শুরু হলো এ খেলা। আগামী ১৫ এপ্রিল এর ফাইনাল খেলার মাধ্যমে এর সমাপ্তি হবে।
এ খেলায় মোট আটটি দল অংশ নিচ্ছে।