আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে গত ২২ আগষ্ট বৃহস্পতিবার আকর্ষিক বন্যা ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ইউনিয়নের পূর্ব জুমছড়ি ছালে আহমেদ এর পুত্র রবিউল আলম ও ছৈয়দ হোসেনের পুত্র আমজাদ হোসেন নিহত হয়। এই ২ পরিবার কে ২৫ আগষ্ট বিকালে নিহত ২ পরিবার কে রামুর সূর্যের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি নুরুল হক বুলবুল, আবুল কায়সারের ছোট ভাই শাহজাদা মামুন চৌধুরী, সূ্র্যের হাসি ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রবিন মুরব্বি আলহাজ্ব আবুল কাশেম, শিক্ষানুরাগী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু,ব্যাংকার জয়নাল আবেদীন, ইউপি সদস্য আবুল কাশেম,বিএনপির নেতা হারুন অর রশীদ খোকন, পূর্ব জুমছড়ি সমাজ সর্দার আবু তাহের, দফাদার আব্দুল মালেক, রুবেলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ মুহিবুল্লাহ চৌধুরী বলেন সূর্যের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবুল কায়সারের ব্যক্তিগত তহবিল থেকে এই সহযোগিতা প্রদান করায় সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কররেন ভবিষ্যতে ও এই মানবিক সহযোগিতা কামনা করেন।