দৌছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

(১৩ সেপ্টেম্বর শুক্রবার) বিকাল ৩ টায় তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবদুর রশিদের পরিচালনায় দৌছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অলি আহমেদের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক অপরাজিত চেয়ারম্যান অধ্যাপক মোঃ তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু উফোচা মার্মা সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাক্তার, মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মামুনুর রশীদ, উপস্থিত ছিলেন মৎস জীবিদলের আহবায়ক মোঃ আলম ফরাজী বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবদুর রশিদ, ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুল আমিন,সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হাসেম,দৌছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন প্রমূখ

বক্তারা বলেন ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি। আর কোনো সহিংসতা নয়, সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারে ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি, জনগণের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে। আগামীতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু সাচিং প্রু জেরীকে বান্দরবান আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করার সকলের প্রতি আহবান জানান।