পানছড়ির কচুছড়িমুখ এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ্য পাহাড়ী (নারী ও শিশুসহ) প্রায় ২ শতাধিক জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূইয়া পিএসসি, এএসসি।। চিকিৎসা সেবা দেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থও করেন ৩ বিজিবি’র অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো.মফিজুর রহমান ভূ্ঁইয়া, পিএসসি, এএসসি।