সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সিমান্ত ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতীয় চিনি চোরাচালান কারীদের আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাজেক- উদয়পুর সিমান্ত ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতীয় চিনি পাচার কালে পরিবহন (মাহিন্দ্র) চালক তার সহযোগীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
এ সময় ০৪টি বস্তায় ২০০ কেজি অবৈধ ভারতীয় চিনি সহ ০২ (দুই) জন চোরাচালান কারবারীকে আটক করে আটক করে পুলিশ। আটকের পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখানো হয়।
এ ঘটনায় দীঘিনালা থানায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু হয়েছে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।
আটকৃতরা হলেন— খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাজল বড়ুয়া (৫৮) সে পেশায় সিএনজি (মাহিন্দ্র) চালক ও অপর সহযোগী একই উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৪০)।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গেল মঙ্গলবার রাতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি প্রবেশকালে ৫০ কেজির ৪টি বস্তায় মোট ২০০ কেজি চিনিসহ ০২ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ।’
ওসি আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ/২৫-ঘ ধারার অপরাধ করায় আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেছে।’