খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপন

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ‘।

আজ সোমবার (২৫ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা শহর এবং আশপাশের গির্জাগুলোতে সকালে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়। জেলা শহরের খাগড়াপুরের কেন্দ্রীয় ব্যাপ্টিস্ট চার্চে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু স্বতস্ফুর্তভাবে প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়।

কেক কেটে গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক ও জেলা ফেলোশীপের সাধারণ সম্পাদক হেমংকর ত্রিপুরা জানান, জেলার সবকটি গির্জায় অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।