একুশের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া::
মহান ৫২ এর ভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া প্রেসক্লাব সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

এ উপলক্ষ্যে গতকাল দিনব্যাপী আলোচনা সভা করেছে। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করে। আলোচনা সভার পূর্বে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কাপ্তাই সড়ক হয়ে প্রভাত ফেরী সহকারে শোভাযাত্রা অংশ নেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম,সহ সভাপতি আবদুল করিম চৌধুরী, সহ সম্পাদক জাকেরুল ইসলাম, অর্থ সম্পাদক সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোরশেদুল আলম, প্রশিক্ষন ও গণযোগাযোগ সম্পাদক মুজিবুল্লা আহাদ, নির্বাহী সদস্য রাশেদুল আলম রাশেদ, সেকান্তর হোসেন শান্ত, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।

এসময় সকল শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাঙ্গুনিয়া প্রেসক্লাব ও পেশা জীবি সংগঠন নেতৃবৃন্দ ও উপজেলায় প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।