

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি)
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে এক স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
গতকাল সোমবার (১৭ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার তৈছালা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ চেষ্টায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেন পুলিশ। জড়িতরা হচ্ছেন রাজু ত্রিপুরা (৪২) এবং বাবুল মিয়া মুন্না (২৬) তাঁরা উভয় তৈছালাপাড়া ৬নং ওর্য়াডের কৈলাশ পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত (১৬ মার্চ) সকাল ৮টার দিকে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে অটোরিকশা যোগে রওনা হন স্কুলছাত্রী আকিদা তাসনিম (১১)। প্রাইভেট পড়তে যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক অপহরণ করে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সময় তাৎক্ষণিক মেয়েটির আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এসে অপহরণের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করেন।
এসময় মেয়েটিকে বহনকারি অটোরিকশা নিয়ে অপহরণকারিরা পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মেয়ের বাবা বাদি হয়ে রামগড় থানায় এজাহার দায়ের করেছেন। মামলা রুজুর পরপরই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন রামগড় থানা পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণের চেষ্টায় অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় মামলা রুজু সম্পন্ন পূর্বক হাজতে প্রেরণ করা হয়েছে”