

রাজস্থলী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে রাজস্থলী উপজেলার ঈমামদের ঈদ উপহার হিসেবে ২ লক্ষ ৪৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় রাজস্থলীর ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসায় উপজেলার ২৩টি মসজিদের ঈমামদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের রাজস্থলীর দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান, রাজস্থলী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান বলেন, আমাদের বর্তমান জেলা পরিষদ বৈষম্যহীন জেলা পরিষদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার দায়িত্বপ্রাপ্ত রাজস্থলী উপজেলার ঈমামদের রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে এই সামান্য আর্থিক উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবো।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ২৩টি মসজিদের ঈমাম এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ।