

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধিঃ
ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ০৭ এপ্রিল এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পানছড়ি বাজার কেন্দ্রিয় জামে মসজিদ হতে পানছড়ি সর্বস্তরের জনগণে উপস্থিতিতে প্র আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করেছে।”
বক্তারা আরও বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানান। তারা বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”
সমাবেশে স্থানীয় নেতারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোলিডারিটি শোক প্রস্তাব পাশ করেন এবং মানবাধিকার রক্ষায় সকলের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বাজারের প্রধান সড়কগুলোতে মিছিল করেন, যাতে সারা বিশ্বের নজর আকর্ষণ করা হয়।