গুণীজন সংবর্ধনা ও সাংগ্রাই পদক ২০২৫ পেলেন লেখক ও প্রযোজক ডা.মং উষা থোয়াই

এম বাবুল:
পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী মাহা সাংগাই পোয়ে-১৩৬৭ গুণীজন সংবর্ধনা ও সাংগ্রাই পদক ২০২৫ পেলেন বিখ্যাত চিকিৎসক ও চিত্র পরিচালক ডা.মং উষা থোয়াই।

রোয়াংছড়ি উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মাহা সাংগাই পোয়ে-১৩৬৭ গুণীজন সংবর্ধনা ও সাংগ্রাই পদক ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (১৯) এপ্রিল বিকালে এ সংবর্ধনা প্রদান করা হয়। ডা:মং উষাথোয়াই ১৯৫০ সালে কার্তিক পূর্ণিমা রাতে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ডংনালা গ্রামে জন্মগ্রহণ করেন। সেই ছোট্ট ছেলেটি ১৯৭০ সালে নারানগিরি স্কুল থেকে এস এস সি, পরে ১৯৭২ সালে রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হন। পরে তিনি রাশিয়ার মস্কোতে এমবিবিএস এ ভর্তি হয়ে (পার্বত্য রাঙামাটি জেলার মারমা সম্প্রদায়ের প্রথম) এমবিবিএস ডিগ্রী লাভ করেন। ১৯৮০ সালে পিএসসির মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে হিসেবে যোগদান করেন। ১৯৮২ সালে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসে সাব ডিভিশন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে বান্দরবন সিভিল সার্জন অফিস থেকে সাব ডিভিশন মেডিকেল অফিসার স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে যান। পরে তিনি মস্কোতে (screen and dormatology) তে এমএস ডিগ্রী অর্জন করেন। প্রখ্যাত এই চিকিৎসক নানা সামাজিক কাজের পাশাপাশি তিনি পাহাড়ের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য সিনেমা তৈরি করা পরিকল্পনা করেন। ২০২২ ও ২০২৩ সালে তিনি ৪টা (চার ভাষায়) সিনেমা তৈরি করেন। তার প্রথম সিনেমা গিরি কন্যা ২০২৩ সালের রিলিজ হয়ে বিশেষ জনপ্রিয়তা লাভ করে । বর্তমানে ৫ নাম্বার সিনেমাটি ২০২৪ সালে জানুয়ারি থেকে শুরু করা হয় বর্তমানে ৭০% বাংলাদেশে করা হয়েছে বাকি ৩০ ভাগ কাজ ইউরোপে করা হবে। প্রখ্যাত চিকিৎসক ও লেখক ডা: মং উষাথোয়াই ১৯৮৩ সালে বান্দরবানের রোয়াংছড়ির পাই নুসাং মারমা’র সাথে বিবাহ প্রধান আবদ্ধ হন। তিনি শুধু সিনেমা বা সামাজিক কাজে সিমাবদ্ধ না থেকে খেলাধুলার প্রতি ও রয়েছে তার গভীর আগ্রহ। তিনি ২০২৩ সালে বান্দরবানের বৌদ্ধ অনথালয়ে নিজস্ব অর্থায়নে লন টেনিস কোর্ট তৈরি করেন। তিনি একাধারে একজন টেনিস খেলোয়াড় , টেনিস প্রশিক্ষক বর্তমানে ৭৬ বছর বয়সেও তিনি যেন এক যুবক। তিনি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে যাচ্ছেন। তিনি দেশের প্লেয়ায়াদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে বিদেশের মাটিতে টেনিস বাংলাদেশর নাম উজ্জ্বল করতে অগণিত পরিশ্রম করে যাচ্ছেন। এই অসামান্য অবদানের জন্য তাকে এই মাহা সাংগাই পোয়ে-১৩৬৭ গুণীজন সংবর্ধনা ও সাংগ্রাই পদক ২০২৫ প্রদান করা হয়।

এ বিষয়ে কথা হলে, স্থানীয় উৎসব উদযাপন কমিটির সদস্যরা বলেন, আমরা এই খ্যাতিমান চিকিৎসক,ক্রিয়া অনুরাগী, লেখক ও প্রযোজক এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।