মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে… ধর্ম উপদেষ্টা।

নুরুল কবির আরমান::
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালেদ হোসেন বলেছেন, মহানবী সা.এর আদর্শেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন, পরিবার আলোকিত হয়ে যাবে।

রোববার(২০ এপ্রিল)রাতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে জাতীয় সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা আল্লামা ড.আ.ফ.ম খালেদ হোসেন এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগনের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগনের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোরালো হবে সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোড ম্যাপ ঘোষনা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সুরজের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,মাওলানা আতাউল্লাহ আমিনী,আল-মানাহিল ফাউন্ডেশন এর চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির,ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ আলেম-ওলামা, মসজিদের ইমাম- খতিব মাদ্রাসা ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।