ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতি সভা 

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবান।।
রামু উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনি  শিক্ষা প্রতিষ্ঠান  ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার গৌরবের ৫০ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ ভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

শনিবার (৩০ডিসেম্বর) দুপুর ২ টায় মাদ্রাসা হলরুমে ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে  মাদ্রাসা ছাত্র হাফেজ এরশাদুর রহমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন ছাত্র হাফেজ মুফতি জহিরুল ইসলাম। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুনগর আল জামিয়া  আজিজুল উলুম    মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটির লেকচারার আল্লামা শায়েখ ডক্টর হারুন আজিজী নদভী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকী,হাজী আবু তাহের, মুফতি ছৈয়দ নুর,প্রাক্তন ছাত্র মাওলানা আবদুল রাজ্জাক, মুফতি আবদুচ্ছালাম,প্রাক্তন ছাত্র মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক জাফর আলম,মাষ্টার নুরুল ইসলাম, বড়বিল এমদাদীয়া আজিজুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক আজিজুল হক মাক্কি,প্রাক্তন মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাহাবুবুর রহমান হাজির পাড়া তাওহীদি জনতা সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোঃ হামিদুর রহমান প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্য আল্লামা শায়েখ ডক্টর হারুন আজিজী নদভী বলেন  ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার গৌরবের ৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে শুনে নিজেকে গর্ববোধ মনে করছেন কারণ তিনি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আল জামিয়া  আজিজুল উলুম  বাবুনগর  মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটির লেকচারার হওয়ার সুযোগ হয়েছে শুধু তাই নয় আমার মত আরও অনেকে বড় বড় প্রতিষ্ঠানে রয়েছে তাই সকল প্রাক্তন ছাত্রদের আগামী গৌরবময় ৫০ বছরের  সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে সকল প্রাক্তন ছাত্রদের কে ভেদাভেদ ভুলে কাঁদে কাদ মিলিয়ে মুরুব্বিদের কথা  অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্যবাহী এই দ্বীনি

প্রতিষ্ঠানের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপনে এগিয়ে আসার জন্য আহবান জানান