মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁওতে সবিনা ও হিজাব প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মহিলা কওমি মাদ্রাসা ও হিফজখানা ‘মাদরাসাতুল হিদায়াহ ঈদগাহ’ এর উদ্যোগে বাস স্টেশনের প্রতিষ্ঠান প্রাঙ্গনে জুমাবার ৩১ জানুয়ারি বাদ আসর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবিনা ফার্সি শব্দ। এর অর্থ হল ‘এক রাতেই সমগ্র কোরআন শ্রবণ’। আর হিজাব অর্থ হলো ‘মেয়েদের পাগড়ি’। উক্ত প্রতিষ্ঠান থেকে পবিত্র কুরআনের হিফজ সমাপনকারী ৯ জন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আমীনুর রশিদের সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে হেদায়েত পূর্ণ আলোচনায় অংশ নেন পোকখালীর গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম, বাঁশকাটা তালিমুল কোরআন মাদ্রাসার সহকারি পরিচালক ও বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ এবং চৌফলদণ্ডী নোমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উদ্দিন। এতে সৌদি প্রত্যাগত মোঃ শাহজাহানকে ক্রেস্ট প্রদান করা হয়। হিজাব প্রদান অনুষ্ঠানে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ নুরুল আলম, হাফেজ গিয়াস উদ্দিন, ডাক্তার ফয়সাল, মাওলানা মোঃ তারেকসহ সংশ্লিষ্ট অভিভাবকরা। হিজাব প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সুমাইয়া জান্নাত শিরী, তাকওয়া আমীন, ইয়ারজুমা সাইদা ইকরা, সাদিয়া কাসেম, ফাহিমা জান্নাত, সামিহা রহমান, আমিনা আক্তার, রওজাতুল জান্নাত রেজভী ও আরওয়া কামাল
ঈদগাঁওতে হিফজ শিক্ষার্থীদের সবিনা ও হিজাব প্রদান অনুষ্ঠিত
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৭ : পূর্বাহ্ণ |
বিভাগ : কক্সবাজার
7 বার