
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলার ঈদগাঁওতে আজ ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কিশোর কন্ঠ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা। সকালে উপজেলার দু’টি ভেন্যুতে এ পরীক্ষার আয়োজন করে কিশোর কন্ঠ ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলা শাখা। কেন্দ্র দু’টি হল সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ঈদগাহ রশিদ আহম্মদ কলেজ। উভয় কেন্দ্রে ১৭৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোর্শেদুল ইসলাম মাহির। তিনি আরো জানান, কক্সবাজার সদর উপজেলার একটি এবং রামু উপজেলার ২ টিসহ মোট ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিষয়ের মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং “অন্বেষণ” থেকে সাধারণ জ্ঞান। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন। এ কেন্দ্রের কেন্দ্র প্রধান ছিলেন মুহাম্মদ সিরাজুল হক।
আয়োজকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। সহকারি কেন্দ্র পরিচালক মনজুর আলম জানান, পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসাসমূহ অন্তর্ভূক্ত ছিল। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩০৩ জন। উপস্থিত হয়েছে ১২৭০ জন। সহকারি কেন্দ্র সচিব ছিলেন সালেহ হোবাইব তাহিম। অফিস বিভাগের দায়িত্বে ছিলেন তানভীর হাসান ও ইয়াছিন আরাফাত। মিডিয়া বিভাগের দায়িত্বে ছিলেন তাহলেবুর রহমান। শৃঙ্খলা বিভাগে প্রধান আরিফুল ইসলাম সহ ২০ জন দায়িত্ব পালন করেন। কক্ষ পর্যবেক্ষক ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন। নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশ সদস্য ছিলেন।
বুকস্টলে হারুনুর রশিদের নেতৃত্বে ১২ জন দায়িত্বে ছিলেন। খাদ্য বিভাগ পরিচালনা করেন রাশেদুল ইসলাম (প্রধান) ও সহকারি প্রধান মোঃ শাওন এবং শামীমের নেতৃত্বে ১২ জন। আইসিএস পাবলিকেশনের ব্যবস্থাপনায় পরিচালিত বুক স্টলের নাম ছিল ‘শহীদ জয়নাল আবেদীন’ স্টল।
কলেজ ভেন্যুতে কেন্দ্র সচিব ছিলেন মোঃ আব্দুল্লাহ। এ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিল ৫০০ জন। তবে ঈদগাঁও ইউনিয়নের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দেয়।