

ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এান্ডারসন রোড কস্তুরাঘাট এলাকা থেকে দশ হাজার পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রমজান আলী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজম পাড়ার মৃত আবুল কালামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মোঃ জসিম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ধৃত আসামীর কাছ থেকে দশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।