কক্সবাজারে বসছে হাফেজ, ওলামা ও কোরআন প্রেমীদের মিলনমেলা

ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরআনের হাফেজদের ৫ম হিফজুল কুরআন সম্মাননা। আগামী ২৯ নভেম্বর শহরের পাবলিক হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন হাফেজে কুরআনকে বিশেষ সংবর্ধনা প্রদান করবে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাস।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক জানান, মাত্র ছয় বছরে ১৭৬ জন হাফেজ তৈরি করেছে মা’হাদ আন-নিবরাস। এর আগে চারটি পৃথক সম্মাননায় ২১, ৩৬, ৪০ ও ২৯ জন হাফেজকে সম্মাননা দেওয়া হয়।

আসন্ন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে কক্সবাজারসহ দেশের হাফেজ, ওলামা ও কুরআনপ্রেমীদের মধ্যে। এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা মুফতি সৈয়দ ফয়সাল নদীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম-এর পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিল।