

সোয়েব সাঈদ, রামু: কক্সবাজার জেলার রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৪ এর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
রবিবার, ২৮ জানুয়ারি প্রথম দিন রামু চৌমুহনী রাহাত প্লাজাস্থ সমিতির কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৬ জন সদস্য। এরমধ্যে সভাপতি পদে সাবেক কৃতি ফুটবলার ও ৩ বারের সাবেক সফল সহ সভাপতি রুহুল আমিন রকি, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক এসএম জাফর, সহ সভাপতি পদে বর্তমান সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ও এছার আহমদ, সদস্য পদে মোবারক হোসেন ও মোহাম্মদ সেলিম।
প্রথম দিনে সভাপতি পদে সাবেক কৃতি ফুটবলার রুহুল আমিন রকি ব্যবসায়ি নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ইতিপূর্বে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর ৩ বার সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও রুহুল আমিন রকি রামু সোনালী অতীফ ফুটবল ক্লাবের সহ সাধারণ সম্পাদক এবং রামু ব্রাদার্স ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম বিতরণ করেন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম খাঁন, সদস্য মোহাম্মদ আবু তাহের ও সাংবাদিক আল মাহমুদ ভূট্টো।
উল্লেখ্য আজ ২৯ জানুয়ারি মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেয়া হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট (কে. জি স্কুল) এ রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।