রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীতে ফাযায়েল ও মাসায়েলে কুরবানী’র প্রশ্নোত্তর অনুষ্ঠান

রামু প্রতিনিধি: কক্সবাজার জেলার রামু লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানায় “ফাযায়েল ও মাসায়েলে কুরবানী” শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন ) সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত অনন্য সুন্দর এ আয়োজনে কচিকাঁচা শিক্ষার্থীরা প্রশ্নোত্তরে কুরবানীর ফাযায়েল ও মাসায়েল চমৎকারভাবে উপস্থাপন করে। এতে করে অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলীহ উপস্থিত শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে কৃতিত্ব স্থাপনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক মাওলানা হাফেজ ওসমান গণি, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরামের সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, অতিথি শিক্ষক মাওলানা অলি উল্লাহ আরজু।

শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় প্রশ্নোত্তর অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, তারবিয়াত বিভাগীয় সমন্বয়ক মাওলানা কামাল হোসাইন ও সাহিত্য বিভাগীয় সমন্বয়ক মাওলানা হাফেজ নুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে সহকারী শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, হিফজ বিভাগের শিক্ষক মাওলনা হাফেজ মাহদী হাসান, মিডিয়া সমন্বয়ক মাষ্টার এরশাদুল হক, মুরব্বী ছাব্বির আহমদ, অভিভাবক আবু হানিফা, সাইফুল ইসলাম, মুহাম্মদ ফারুক, আব্দু শুক্কুর, নুরুন্নবী, নুরুল ইসলামসহ দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।