রামুতে গলদা চিংড়ি একক ও মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:
কক্সবাজার জেলার রামুতে গলদা চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে “গলদা চিংড়ি একক ও মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২ ডিসেম্বর রামু উপজেলা পরিষদের পুরাতন মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। তিনি বলেন, “বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুসরণ করলে গলদা চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আর্ন্তজাতিক বাজারে প্রতিযোগিতামূলক রপ্তানি বৃদ্ধি করা সম্ভব।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) সুজয় পাল। প্রশিক্ষণে সমস্বয়কারির দায়িত্ব পালন করেন- রামু উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হোসাইন মাহমুদ আসাদ।

প্রশিক্ষণে গলদা চিংড়ি একক ও মিশ্রচাষ প্রযুক্তি, ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ, পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কারিগরি দিকগুলো তুলে ধরা হয়।

কর্মশালায় মোট ২০ জন গলদা চিংড়ি চাষি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান- এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তাদের বাস্তব কাজকে আরও সহজ করবে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করবে। দিনশেষে প্রশ্নোত্তর পর্ব ও পরামর্শ প্রদান শেষে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।