রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক

রামু প্রতিনিধি
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। ১৮ বছরের পূর্বে মেয়েদের এবং ২১ বছরের পূর্বে ছেলেদের বিয়ে একটি অন্যায় এবং অপরাধ। বাল্যবিবাহ শিশুদের বেঁচে থাকা, স্বাস্থ্য, সুস্থতা এবং সার্বিক উন্নয়নের জন্য বড় হুমকি। বাল্যবিবাহের ফলে অকাল গর্ভধারন, মাতৃমৃত্যু, অকাল গর্ভপাত, শারিরীক অসুস্থতা, পারিবারিক নির্যাতনসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্নতা বৃদ্ধি পায়।

অভিভাবক, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, কাজী, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিয়ে শুণ্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট রামু অফিসে বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

‘বাল্য বিবাহের হার শুণ্যের কোটায় নামিয়ে আনতে’ উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার ও সংগঠন, সুশীল সমাজ এবং জনগণের করনীয় বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের মাধ্যমে কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া উপজেলাসহ রামু উপজেলার এগার ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন। সভাপতিত্ব করেন চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট মোবিলাইলাইজেশন সিস্টেম এন্ড স্থ্রেন্থ অফিসার জুই জুলিয়ানা রিচিল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, রামু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো। কাউয়ারখোপ, দক্ষিণ মিঠাছড়ি ও ঈদগড় ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, চাইল্ড ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন।