
রামু প্রতিনিধি:
কক্সবাজার জেলার সমুদ্র উপকূলীয় এলাকায় কৃষকদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো কৃষক সংলাপ। সোমবার, ১ ডিসেম্বর রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের কৃষিক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে জমিতে লবনাক্ততার কারণে কৃষি জমিতে চাষাবাদের উপায়সহ কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিষয়ক পরামর্শ প্রদান করেন- প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. অসীম বরন সেন। কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ শুভ।
ইউএন উইমেন এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং জাগো নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘জলবায়ু সহনশীল সমাজের জন্য নারীর ক্ষমতায়ন (পর্যায়-২)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আলম ছাদেকী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, চাকমারকুল ইউপি সদস্য আল মর্জিনা ও মরিয়ম বেগম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- জাগো নারী উন্নয়ন সংস্থার মাঠ কর্মকর্তা সানজিদা জাহান আঁখি।