অসহায়দের মাঝে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাগড়াছড়ির সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন ও পৌরসভার শালবন ১৮পরিবার এলাকার জনপদের নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন সদর উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন ও পৌরসভার শালবন ১৮ পরিবার এলাকার অসহায় ও দুস্থদের মাঝে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) বিকালে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম।

সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও প্রকল্প বাস্তবায়ন দপ্তর কম্বল বিতরণের আয়োজন করে।

এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুনির হোসেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছেলন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা ইসলাম বলেন, কোন অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাবেনা সমাজের বিত্তবানরা মোটা কম্বল মুড়িয়ে ঘুমাবে আর হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাবে তা হবেনা। সকলের কাছে সরকারি উদ্যোগে শীত নিবারনে কম্বল পৌছে দেয়া হবে।