খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো. সরাফত হোসেন। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী শিক্ষক জ্যাকসন চাকমা, চন্দ্রিমা ঘোষসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন নতুন বাংলাদেশে পড়াশুনার পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে। এই চমৎকার আযোজনের মধ্যে তারা নিজেদের উপস্থাপন করতে পারবে খুব সহজেই। এছাড়াও কলেজ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষরা।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে প্রতিটি স্টলে রয়েছে শিক্ষার্থীদের হাতে তৈরি ৬০ থেকে ৭০ ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, সুস্বাদু খাবারের পসরা সাজিয়ে বসেছেন।