খাগড়াছড়ি গণপাঠাগার এর উদ্যোগে মাস্টারদা সূর্য সেন এর ১৩০তম জন্ম বার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: মাস্টারদা সূর্য সেন খাগড়াছড়ি গণপাঠাগার এর উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এর ১৩০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

আজ ২২শে মার্চ, ২০২৪ খ্রি. খাগড়াছড়ি সদর এলাকার হাসপাতাল সড়কে কচিকাঁচা ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশন এর সহ- সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নূর উল্লাহ হিরু, সিনিয়র শিক্ষক মো: শফিকুল ইসলাম, পাঠাগারের উপদেষ্টা মোঃ সামছুল ইসলাম তপন, সমাজসেবক মোহাম্মদ আসাদ উল্লাহ আসাদ, সহকারী শিক্ষিকা ও আবৃত্তিকার মিজ লক্ষী পুতি চাকমা।

নাট্যকর্মী আরাফাত হোসেন রিজভীর সঞ্চালনায় এবং নাট্যকর্মী ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম মোসলেম উদ্দিন স্যার বলেন, মাস্টারদা সূর্য সেন এর বিপ্লবী চেতনা স্বাধীন ভারতের আন্দোলনের বীজ বপন করে ও দেশপ্রেমের অনুপ্রেরণায় সংঘটিত স্বশস্ত্র যুদ্ধের কারনে ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগ করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এডভোকেট মোহাম্মদ নূর উল্লাহ হিরু বলেন, মাস্টারদা সূর্য সেন কোন নির্দিষ্ট গোষ্ঠীর নয়, মাস্টারদা সূর্য সেন সর্বকালের, সকল প্রজন্মের জন্য তিনি এক বিপ্লবী চেতনা, তিনি কোন ধর্মের নয়, কোন গোত্রের নয়, তিনি ছিলেন প্রকৃত একজন দেশপ্রেমিক মানুষ।

এসময় আরো বক্তব্য রাখেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সুমাইয়া আক্তার সহ-সভাপতি মিজ রিতু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু উপ্রুমং মারমা, লাইব্রেরীয়ান জনাব মো: নাছরুল্লাহ, কার্যনির্বাহী সদস্য চরণ ত্রিপুরা ও রণি কুমার ত্রিপুরা, নাট্যকর্মী মেহেদী হাসান সোহাগ প্রমুখ। বক্তাগণ বই পড়া কর্মসূচীর মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন ও দেশপ্রেমের চেতনা বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠাগারের সম্মানিত উপদেষ্টা প্রয়াত মি. উ. থোয়াই চিং স্যার, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকস্মিক মৃত্যুতে সবাই দুই মিনিট নিরবে তার জন্য প্রার্থনা করেন, শোক প্রস্তাবের প্রেক্ষিতে সকলে তার বিদেহী আত্নার সদগতি কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিকার ও সহকারী শিক্ষিকা মিজ লক্ষী পুতি চাকমা, পাঠক ও নাট্যকর্মী নাজমিম সুলতানা, কবি ও নাট্যকর্মী হৃদয় ত্রিপুরা। আলোচনা সভা, নাটক প্রদর্শনী ও আবৃত্তি অনুষ্ঠানে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।