
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুমের পবিত্র মাহফিল উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স। শনিবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের পৌর টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনছারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য পদ-প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী (মু.জি.আ), যিনি মিলাদুন্নবী ও ইয়াজদাহুমের আসল শিক্ষা,নবীজির প্রতি ভালোবাসা, উম্মাহর প্রতি দয়া ও সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রব রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা ও নবীজির আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান।