খাগড়াছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

।। স্টাফ রিপোর্টার।।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন সহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।