

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতি ও য়ুথ ফর চ্যাঞ্জ এর এডভোকেসি হান্ট শীর্ষক য়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়ছে।
গতকাল মঙ্গলবার (৫ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রকল্পের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। এতে স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
এসময় য়ুথ ফর চ্যাঞ্জ’র সভাপতি আয়েশা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, স্থানীয় সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু, জাবারাং এর কর্মসূচী সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে প্রস্তুত করতে হবে। এর আগে মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা, প্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকতে হবে। নারী ও শিশুদের হয়রানী, সহিসংতা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিজ, পরিবার ও সমাজ থেকে পরিহার করতে হবে। তাহলে সুন্দর সমাজ ও দেশ গঠন হবে বলে মন্তব্য করেন বক্তারা।
পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রোকেয়া বেগম, খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারি অধ্যাপক (ইংরেজি বিভাগ) অর্জিতা খীসা, জেলা জজ কোর্ট ও সুপ্রীম কোর্টের আইনজীবি এড. সৃজনী ত্রিপুরা। এসময় তারা তাদের প্রত্যেকের জীবনই এক একটি সংগ্রাম ও বাস্তবতা নামের বাধার পাহাড় ঠেলে বেড়ে ওঠার গল্প শোনান অংশগ্রহণকারী যুবদের।
ক্যাম্পে অংশ নিয়েছিল জেলা সদরের বিভিন্ন এলাকার প্রায় ১শ জন শিশু, কিশোর-কিশোরীরা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাটক প্রদর্শনী সহ নাচ ও গান।