

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রকল্পের জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. পূর্ণজীবন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা বলেন, খাগড়াছড়ি শহরের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রা টেকসই করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। মহাপরিকল্পনার তথ্য উপস্থাপন ও অংশগ্রহণমূলক মতামত বিনিময়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় প্রতিনিধিরা মনে করছেন, এ কর্মশালা থেকে পাওয়া প্রস্তাবনা ও সুপারিশসমূহ বাস্তবায়ন হলে আগামী দিনে খাগড়াছড়ি পৌরসভা হবে আরও আধুনিক ও জনবান্ধব।