খাগড়াছড়িতে ফকির লালনের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
মরমী সাধক ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা সদরের টাউন হলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, প্রেসক্লাব সভাপতি তারুণ কুমার ভট্টাচার্য, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির, জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধাসহ বিশিষ্ট নাগরিকরা।

বক্তারা বলেন, ফকির লালন সাঁই ছিলেন একজন মানবতাবাদী ও আধ্যাত্মিক সাধক, যিনি আজীবন ভালোবাসা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী ছড়িয়ে গেছেন। তাঁর দর্শন আজও মানবকল্যাণ ও সমাজগঠনে অনন্য প্রেরণার উৎস।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ লালনগীতি ও বাউল গানের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।