খাগড়াছড়িতে সাতকানিয়া-লোহাগাড়া সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল ও মেজবান অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি ।।
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারন সভা,দ্বি-বার্ষিক কাউন্সিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে লোহাগড়ার কৃতি সন্তান মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

হাজ্বী মোস্তফা হায়দার (খোকন) এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আমির হোসাইন আমু সঞ্চালনায় সাধারন সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এর স্বাগত বক্তব্যের পর সাতকানিয়া লোহাগাড়া সমিতির উপদেষ্টা লিয়াকত আলী চৌধুরী,মাওলানা আবু ওসমান, নুরুল আলম,মোহাম্মদ আরিফ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সাতকানিয়ার কৃতি সন্তান হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েম শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতকানিয়া লোহাগাড়া সমিতি খাগড়াছড়ি জেলার নেতারা।সাধারন সভায় সংগঠনের আয়, ব্যয়, সংগঠনের পরিকল্পনা, কার্যপ্রণালী তুলে ধরা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে ৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির কার্যকরী কমিটি ঘোষণা করেন লিয়াকত আলী চৌধুরী। এতে মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) ২ বছর মেয়াদে কমিটিতে জাহাঙ্গীর আলম বাদশাকে সভাপতি, আমির হোসেন আমুকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াছকে সাধারন সম্পাদক এবং মোঃ ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।