খাগড়াছড়ির গুইমারায় ধান বোঝাই ট্রাক উল্টে আহত-১, উদ্ধারে হিল ভিডিপি

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাকে মঙ্গলবার ​১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার সময় মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের ৪নাম্বার এলাকায় ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ধানের বস্তার নিচে চাপা পড়ে স্থানীয় আফাজ উদ্দিন নামের একজনের অবস্থা আশংকাজনক। উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। এ সময় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং পণ্যবাহী বস্তাগুলি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি অতিরিক্ত ধান বোঝাই থাকার কারণে বড়পিলাক এলাকায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশিক্ষক জনাব আল আমিন এর নেতৃত্বে ইউনিয়ন দলনেতা মনিরুল, পিসি আঃ জলিল, এপিসি মহিউদ্দিন, হিল ভিডিপি লিডার মোখলেছ, হিল ভিডিপি কমান্ডার গোলাম হোসেন, হিল ভিডিপি রাজু, হিল ভিডিপি সদস্য রাসেল মীরসহ স্থানীয় ১৫ জন হিল ভিডিপি সদস্যগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

​হিল ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ১৮০ বস্তা ধান ট্রাক থেকে সরিয়ে নিরাপদে রাখেন এবং দ্রুত রাস্তা পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করেন। তাদের এই তৎপরতা ও দ্রুত পদক্ষেপের ফলে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হতে পারেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই উদ্ধারকাজে ভিডিপি সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
​ট্রাকটি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।