
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেন রঞ্জন ত্রিপুরা (২৮) নামে এক তরুণ শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেন রঞ্জনকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সেন রঞ্জন ত্রিপুরা লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মাত্র চার মাস আগে শিক্ষকতা পেশায় যোগ দেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে এখন দিশেহারা তাঁর পরিবার।
লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, “সেনা রঞ্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার ভরসা ছিল। এমন একটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।”
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের করেননি।