গুইমারায় নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়নে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি॥
খাগড়াছড়ির গুইমারায় নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়নে “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা” কার্যক্রমের আওতায় জীবন দক্ষতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-র অর্থায়নে এবং পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির বাস্তবায়নে গত ১৩ নভেম্বর সকালে গুইমারা কলেজিয়েট হাই স্কুলের হলরুমে এ কর্মশালার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। সমাপনী সেশনে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার ম্রাচিং চৌধুরী।

৩ দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় গুইমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মংসানু মারমা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, জীবন দক্ষতা বিষয়ে এ ধরনের কার্যক্রম শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ইতিবাচক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।